মুন্সীগঞ্জ জেলা
নাম করণ ঃ ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইদ্রাকপুর কেল্লার ফৌজদারের নাম ছিল ইদ্রাক ; ধারণা করা হয় তাঁর নাম অনুসারে হয়েছে ইদ্রাকপুর । চিরস্থায়ী বন্দোবস্তের সময় রামপালের কাজী কসব গ্রামের মুন্সি এনায়েত আলী জমিদারিভুক্ত হওয়ার পর মুন্সি নাম থেকে ইদ্রাক পুরের নাম মুন্সিগঞ্জ নামে অভিহিত করা হয় ।
সীমা ঃ মন্সিগঞ্জ জেলার উত্তরে ঢাকা , দক্ষিনে ফরিদপুর, পূর্বে কমিল্লা এবং পশ্চিমে পদ্মা নদী ও ফরিদপুর জেলা
বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ
শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর , বৌদ্ধ পণ্ডিত , দার্শনিক |
স্যার জগদীশ চন্দ্র, বিজ্ঞানী |
অনিল মুখার্জি , রাজনীতিবিদ লেখক |
ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, শিক্ষাবিদ , সাবেক রাষ্ট্রপতি |
ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী , রাজনীতিবিদ , সাবেক রাষ্ট্রপতি |
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাজনীতিবিদ |
ফয়েজ আহমেদ, কবি , প্রাবন্ধিক |
বিনয় বসু , বিপ্লবী |
মানিক বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যিক |
মেঘনাথ সাহা , শিক্ষাবিদ , বিজ্ঞানী |
শীর্ষেন্দু মুখোপাধ্যায় , কথা সাহিত্যিক |
সত্যেন সেন, সাহিত্যিক |
মিজানুর রহমান সিনহা , রাজনীতিবিদ , শিল্পপতি |
মিজানুর রহমান সিনহা , রাজনীতিবিদ , শিল্পপতি |
হুমায়ুন আজাদ, কবি , গবেষক , প্রাবন্ধিক |
ইমদাদুল হক মিলন, কথা সাহিত্যিক , নাট্যকার, সাংবাদিক |
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।
তথ্যসূত্র ঃ ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল