Header Ads

চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম জেলার নামকরণ, সীমা , নদনদী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ( ছবি সহ ) 



মানচিত্রঃ 




নামকরণঃ  জনশ্রুতি আছে কোন এক সময় চট্টগ্রামে ১২ জন আউলিয়া এসে জীন ও পরী তাড়াবার জন্য একটি বড় বাতি ( চেরাগ ) জ্বেলে উচু জায়গায় স্থাপন করেছিলেন । এই বাতি যতদূর ছড়িয়ে পড়েছিল ততদূর থেকে জীন পরীরা পালিয়ে গিয়েছিল এবং সর্ব প্রথম মানুষের বসবাস উপযোগী হয়ে উঠে । চট্টগ্রামের আঞ্চলিক  "চাটি" অর্থ বাতি বা চেরাগ আর গাঁও অর্থ গ্রাম । এ থেকে এই অঞ্চলের নাম হয় চট্টগ্রাম । 



সীমাঃ  চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী ও ভারতের ত্রিপুরা রাজ্য , দক্ষিণে কক্সবাজার ও বঙ্গোপসাগর, পূর্বে খাগড়াছড়ি , রাঙ্গামাটি , বান্দরবন জেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর । 


আয়তনঃ ৫,২৮৩ বর্গ কিঃ মিঃ 

নদ-নদীঃ  ১। কর্ণফুলী
                      ২। সাঙ্গু 
                      ৩। হালদা 
                      ৪। ফেনী 



  
বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 






মাস্টার দা সূর্যসেন
 ব্রি . বিরোধী বিপ্লবী নেতা

আ করিম সাহিত্য বিশারদ
 পুঁথিসংগ্রাহক , লেখক

আবুল ফজল
 সাহিত্যিক

প্রিন্সিপাল আবুল কাসেম
 ভাষা সৈনিক , রাজনীতিবিদ

প্রীতিলতা ওয়েদ্দেদার
 ব্রি বিরোধী বিপ্লবী নেত্রী

কল্পনা দত্ত
ব্রি বিরোধী বিপ্লবী নেত্রী

এম এ আজিজ
 রাজনীতিবিদ


সৈয়দ ওয়ালিউল্লাহ
 ওপন্যাসিক

মুহাম্মদ ইউনূস
নোভেল বিজয়ী

অলি আহমদ (বীর বিক্রম )
 রাজনীতিবিদ


এ বি এম মহিউদ্দিন চৌধুরী
 রাজনীতিবিদ


সাকা চৌধুরী
 রাজনীতিবিদ

 এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  





তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল  দায়েরি-২০০৭ , গুগল  


ছবি ঃ গুগল  





               


Powered by Blogger.