Magpie bird
দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis ।।
ফরাসী ভাষায় একে বলা হয় শ্যামা দোয়েল
বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বত্রই দোয়েল দেখা যায়।
নানা রকম সুরে ডাকাডাকির জন্য দোয়েল সুপরিচিত।
অস্থির এই পাখীরা সর্বদা গাছের ডালে বা মাটিতে লাফিয়ে
বেড়ায় খাবারের খোঁজে। কীট পতঙ্গ, ছোট ছোট শুঁও
পোকা এদের প্রধান খাদ্য। কখনো কখনো সন্ধ্যার আগে
আগে এরা খাবারের খোঁজে বের হয়। পুরুষ দোয়েল স্ত্রী
দোয়েলকে আকৃষ্ট করার জন্য মিষ্টি সুরে ডাকাডাকি করে।
তবে স্ত্রী দোয়েলও পুরুষ দোয়েলের উপস্থিতিতে ডাকতে পারে ।
তথ্যসূত্র ঃ https://bn.wikipedia.org/s/1hbs
ছবি ঃ Zoha Photography