বরিশাল জেলা
বরিশাল জেলার নামকরণ, সীমা , নদনদী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ( ছবি সহ )
মানচিত্র ঃ
নামকরণ ঃ জনশ্রুতি আছে ইংরেজ ও পর্তুগিজ বণিকরা ব্যবসার উদ্দেশ্যে এ জনপদে পদচারণা করেছিল , বণিকরা বড় বড় লবণ চৌকিকে "বরিসল্ট" বলত , এই বরিসল্ট থেকে বরিশাল নামকরণ করা হয়
সীমা ঃ বরিশাল জেলার উত্তরে মাদারীপুর ও শরীয়তপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি ও পটুয়াখালী জেলা , পূর্বে লক্ষ্মীপুর , ভোলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা অবস্থিত ।
নদ-নদী
কীর্তনখোলা
লোহালিয়া
রাম-গঞ্জ
গজালিয়া
লোহালিয়া
রাম-গঞ্জ
গজালিয়া
............
বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ
শের-ই বাংলা এ. কে ফজলুল হক প্রখ্যাত রাজনীতিবিদ |
আবদুস সাত্তার সাবেক রাষ্ট্রপতি , বিচারপতি |
আব্দুর রহমান বিশ্বাস সাবেক রাষ্ট্রপতি, রাজনীতিবিদ |
জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি |
বেগম সুফিয়া কামাল কবি |
মহিউদ্দিন জাহাঙ্গীর ( বীরশ্রেষ্ঠ) শহীদ মুক্তিযোদ্ধা |
মেজর (অব.) এম এ জলিল বীর মুক্তিযোদ্ধা , রাজনীতিবিদ |
আরজ আলী মাতুব্বর দার্শনিক |
সরদার ফজলুল করিম(১৯২৫-২০১৪) ভাষা সৈনিক, প্রাবন্ধিক |
আলতাফ মাহমুদ গীতিকার , শহীদ বুদ্ধিজীবী |
আবু জাফর ওবায়দুল্লাহ কবি |
রাশেদ খান মেনন রাজনীতিবিদ |
হানিফ সংকেত লেখক , খ্যাতিমান উপস্থাপক |
আসাদ চৌধুরী কথাসাহিত্যিক |
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।
তথ্যসূত্র ঃ ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল