Header Ads

ঢাকা জেলা








নামকরণ ঃ জনশ্রুতি আছে ১৬১০ সালে ইসলাম খাঁ বুড়িগঙ্গার কাছে "ঢাক" বাজিয়ে যতদূর পর্যন্ত শোনা যায় ততদূর পর্যন্ত সীমানা নির্ধারণ করে যে এলাকায় রাজধানী প্রতিষ্ঠা করেন সে এলাকাই ঢাকা নামে পরিচিত । 

সীমা ঃ ঢাকা জেলার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল , দক্ষিণে মুন্সিগঞ্জ , পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে 
মানিকগঞ্জ আং ফরিদপুর জেলা অবস্থিত । 

আয়তন: ১৪৬৩.৬০ বর্গকিঃমিঃ 


নদ-নদী ঃ 
 ক) ধলেশ্বরী 
খ) বুড়িগঙ্গা গ) বংশী
 ঘ) তুরাগ
 ঙ) বালুনদী। 


ঢাকা জেলার মানচিত্র ঃ  






বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 



নবাব আবদুল গণি , সমাজ সংস্কারক , দানবীর , জমিদার
নবাব স্যার সলিমুল্লাহ , সমাজ সংস্কারক
খাজা নাজিমুদ্দিন, রাজনীতিবি


















হাকিম হাবিবুর রহমান, চিকিৎসক, সাহিত্যিক
অধ্যাপক  আবদুর রাজ্জাক, প্রথম জাতীয় অধ্যাপক
হামিদুর রহমান, শহীদ মিনারের রূপকার
















এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন । 


তথ্যসূত্র  ঃ  Dhaka District  , ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 
 ছবি ঃ গুগল 





Powered by Blogger.