ঢাকা জেলা
সীমা ঃ ঢাকা জেলার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল , দক্ষিণে মুন্সিগঞ্জ , পূর্বে নারায়ণগঞ্জ, পশ্চিমে
মানিকগঞ্জ আং ফরিদপুর জেলা অবস্থিত ।
আয়তন: ১৪৬৩.৬০ বর্গকিঃমিঃ
নদ-নদী ঃ
খ) বুড়িগঙ্গা গ) বংশী
ঘ) তুরাগ
ঙ) বালুনদী।
ঢাকা জেলার মানচিত্র ঃ
বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ
নবাব আবদুল গণি , সমাজ সংস্কারক , দানবীর , জমিদার |
নবাব স্যার সলিমুল্লাহ , সমাজ সংস্কারক |
খাজা নাজিমুদ্দিন, রাজনীতিবিদ |
হাকিম হাবিবুর রহমান, চিকিৎসক, সাহিত্যিক |
অধ্যাপক আবদুর রাজ্জাক, প্রথম জাতীয় অধ্যাপক |
হামিদুর রহমান, শহীদ মিনারের রূপকার |
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।
তথ্যসূত্র ঃ Dhaka District , ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল
ছবি ঃ গুগল