Header Ads

দিনাজপুর জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ





নাম করণ ঃ জনশ্রুতি রয়েছে দীনা নামক এক রাখাল এই জনপদে বাস করতেন । ভাগ্যক্রমে তিনি এক সময় রাজা হন । এই দীনা রাজা থেকে দিনাজপুর নামকরণ হয় ।
উত্তর বঙ্গের সামন্ত প্রধান ছিলেন রাজা গনেশ । তিনি পনের'শ শতাব্দীর প্রারম্ভকালে "ধনুজাবর্ধন দেব" উপাধি গ্রহণ করে গৌরবের সিংহাসনে আরোহণ করেন । এই "ধনুজাবর্ধন দেব" উপাধি থেকে জেলার নামকরণ করা হয় দিনাজপুর ।  

সীমা ঃ দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী, দক্ষিণে জয়পুরহাট ও ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে রংপুর নীলফামারী এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত ।

উপজেলা ঃ ১৩ টি 
১। সদর
২। বিরল
৩। বোচাগঞ্জ
৪। কাহারোল
৫। বীরগঞ্জ
৬। ঘোড়াঘাট
৭। হাকিমপুর
৮। পার্বতীপুর
৯। বিরামপুর
১০। খানসামা
১১। চিরিরবন্দর
১২। ফুলবাড়ি
১৩। নবাবগঞ্জ

নদ নদী ঃ যমুনা, করতোয়া, আত্রাই, পূর্ণভবা, টাঙ্গন, দীপা ।

উৎপাদিত ফসল ঃ ধান, পাঠ, ইক্ষু ইত্যাদি ।

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 
<> হাজী মোহাম্মাদ দানেশ - কৃষক নেতা
<> নারায়ণ গঙ্গোপাধ্যায় - কথাসাহিত্যিক
<> শওকত আলী - কথাশিল্পী
<> সামাদ - ফুটবলের যাদুকর
<> মোহাম্মাদ সুলতান - রাজনীতিবিদ
<> খুরশিদ জাহান হক - রাজনীতিবিদ
<> সতীশ চন্দ্র রায় - রাজনীতিবিদ
<> মোঃ মোস্তাফিজুর রহমান-রাজনীতিবিদ
<> মেহের কবির - প্রাবন্ধিক, অনুবাদক
<> মোঃ মিজানুর রহমান মানু - রাজনীতিবিদ
 এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  



তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল     
Powered by Blogger.