Header Ads

মানিকগঞ্জ জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ




নামকরণ ঃ জনশ্রুতি রয়েছে যে, মানিক শাহ্‌ নামে এক সূফী সাধকের নামানুসারে এই জেলার নাম হয়েছে মানিকগঞ্জ । আরও জনশ্রুতি রয়েছে, সিরাজ -উ- দৌলার সেই বিশ্বাস ঘাতক মানিক চাঁদের নামানুসারে ইংরেজরা এই অঞ্চলের নামকরণ করেন মানিকগঞ্জ ।

সীমা ঃ মানিকগঞ্জ জেলার উত্তরে টাঙ্গাইল, দক্ষিণে ঢাকা, পূর্বে ঢাকা, পশ্চিমে রাজবাড়ী এবং পাবনা জেলা অবস্থিত ।

উপজেলা ঃ ৭টি 
১। মানিকগঞ্জ সদর 
২। শিবালয়
৩। ঘিওর
৪। দৌলতপুর
৫। সাটুরিয়া
৬। সিংগাইর
৭। হরিরামপুর । 


নদনদী ঃ পদ্মা, যমুনা, ধলেশ্বরী ।

ফসল ঃ  ধান, পাট ইত্যাদি ।

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 

<> আবদুল লতিফ বিশ্বাস - রাজনীতিবিদ, আইনজীবী ।
<> খান মুহাম্মদ মইনুদ্দীন - সাহিত্যিক ।
<> কিরণশঙ্কর রায় -  রাজনীতিবিদ, শিক্ষাবি ।
<> রফিকউদ্দিন আহমদ - ভাষা শহিদ ।
<> খা.বা. আবদুল হাকিম - শিক্ষাবিদ, লেখক ।
<> হীরালাল সেন _ উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ।
<> অমর্ত্য সেন _ অর্থনীতিবিদ ।
<> খান আতাউর রহমান- গীতিকার, চলচ্চিত্রকার ।
<> খন্দকার দেলোয়ার হোসেন - শিক্ষাবিদ ।
<> শামসুজ্জামান খান - প্রাবন্ধিক, গবেষক ।
<> দিলারা হাফিজ - কবি ।
<>মারুফি খান - শিক্ষাবিদ, কথাসাহিত্যিক  ।
 এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন । 

তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল 

Powered by Blogger.