Header Ads

খুলনা জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ

Khulna Map - Sabuj Bangla 


নামকরণ ঃ প্রখ্যাত ঐতিহাসিক ও সাহিত্যিক এ এফ এম আব্দুল জলিলের মতে ' কিসমত খুলনা' গ্রামের নামানুসারে খুলনার নামকরণ হয়েছে ।

সীমা ঃ খুলনা জেলার উত্তরে যোশর ও নড়াইল, দক্ষিণে বঙ্গপোসাগর, পূর্বে বাগেরহাট এবং পশ্চিমে সাতক্ষীরা অবস্থিত ।

আয়তন ঃ ৪৩৯৫ বর্গ কি.মি.

উপজেলা ঃ  ৯টি
১.রূপসা
২. তেরখাদা              
৩. দিঘলিয়া
৪. ফুলতলা              
৫. ডুমুরিয়া                
৬. বটিয়াঘাটা
৭. পাইকগাছা            
৮. দাকোপ                  
৯. কয়রা

নদনদী ঃ রূপসা, ভৈরব, পশুর,ভদ্রা, শিবসা, কয়রা, শাকবাড়িয়া নদী ইত্যাদি

ফসল ঃ ধান, পাট

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 
<> আবদুস সবুর খান - রাজনীতিবিদ
<> আচার্য প্রফুল্লচন্দ্র রায় - র. মৌলিক গবেষক
<> শ্রীযুক্ত মহেন্দ্র কুমার ঘোষ - দানবীর , সমাজ সেবক
<> সিকেন্দার আবু জাফর - কবি
<> সতীশচন্দ্র মিত্র - ইতিহাসবিদ
<> আব্দুল জলিল - সাহিত্যিক
<> হারুন-অর-রশিদ - রাজনীতিবিদ
<> গাজী সামছুর রহমান - প্রাবন্ধিক, কথাসাহিত্যিক
<> মাছুদুল হক - অনুবাদক, প্রাবন্ধিক
<> কাজী ইমদাদুল হক - সাহিত্যিক
<> কাজী আকরম হোসেন - লেখক
<> শেখ তৈয়েবুর রহমান - রাজনীতিবিদ
<> আবুল হোসেন - কবি, প্রাবন্ধিক
<> ফাহমিদা আমিন - কবি, প্রাবন্ধিক
<> এম নুরুল ইসলাম - সমাজসেবক
<> জুবাইদা গুলশান আরা - কথাসাহিত্যিক
 এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  



তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল   

  
Powered by Blogger.