Header Ads

রাজশাহী জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ

Rajshahi Map - Sabuj Bangla


নামকরণ ঃ ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র'র মতে নাটোরের রানী ভবানীর দেয়া নাম রাজশাহী । মিঃ গ্রান্ট লিখেছেন যে 'রাণী ভবানীর জমিদারীকেই রাজশাহী বলা হত এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায় ।

সীমা ঃ রাজশাহী জেলার উত্তরে নওগাঁ ও নবাবগঞ্জ জেলা, দক্ষিণে কুষ্টিয়া ভারতের পশ্চিম বঙ্গ ও পদ্মা নদী, পূর্বে নাটোর এবং পশ্চিমে নবাবগঞ্জ জেলা অবস্থিত ।

আয়তন ঃ ২৪০৭ বর্গ কি.মি.

উপজেলা ঃ ১৩ টি

নদনদী ঃ

ফসল ঃ ধান, পাট, আখ ও গম জন্মে

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ
<> মাদার বক্স - সমাজ সংস্কারক
<> এ এইচ এম কামরুজ্জামান - জাতীয় নেতা
<> শরত কুমার রায় - সমাজ সেবক
<> অক্ষয় কুমার মৈত্র - ইতিহাসবেত্তা
<> আ কা মঞ্জুর মোরশেদ - প্রাবন্ধিক, গবেষক
<> সেলিনা হোসেন - কথা সাহিত্যিক
<> প্রমথনাথ বিশী- সাহিত্যিক
<> মিজানুর রহমান মিনু - রাজনীতিবিদ
<> মোঃ জাফর ইমাম - বিশিষ্ট ক্রীড়া সংগঠক
<> জাহান আরা সিদ্দিকী- কথাসাহিত্যিক
 এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  



তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল   
Powered by Blogger.