ময়মনসিংহ জেলার নামকরণ, সীমা, আয়তন, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ
Mymensingh Map- Sabuj Bangla |
নামকরন ঃ পরগনা মুমিনশাহীকে কেন্দ্র করে জেলাটি গঠিত হওয়ায় ইংরেজ আমলে আর নাম রাখা হয় এবং পর্যায়ক্রমে "মাইমেনসিং" পরে ময়মনসিংহ নাম হয় ।
সীমা ঃ ময়মনসিংহ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য , দক্ষিণে গাজীপুর, পূর্বে নেত্রকোনা অ কিশোরগঞ্জ এবং পশ্চিমে শেরপুর, জামালপুর অ টাঙ্গাইল জেলা অবস্থিত ।
আয়তন ঃ ৪৩৬৩.৪৮ বর্গ কিলোমিটার
উপজেলা ঃ ১৩টি
১। ময়মনসিংহ সদর
২। ঈশ্বরগঞ্জ
৩। গফরগাঁও
৪। গৌরীপুর
৫। ত্রিশাল
৬। ধোবাউড়া
৭। নান্দাইল
৮। ফুলপুর
৯। তারাকান্দা
১০। ফুলবাড়ীয়া
১১। ভালুকা
১২। মুক্তাগাছা
১৩। হালুয়াঘাট
নদনদী ঃ পুরাতন ব্রহ্মপুত্র, বানার, শীতলক্ষ্যা, মহুরি নদী ইত্যাদি ।
ফসল ঃ ধান, পাট বনভূমি ।
বিশিষ্ট ব্যক্তিবর্গ
<> নওয়াব আলী চৌধুরী - রাজনীতিবিদ, সমাজসেবক
<> বিচারপতি আহসানউদ্দিন চৌধুরী - সাবেক রাষ্ট্রপতি
<> আবুল মনসুর আহমদ - সাহিত্যিক, রাজনীতিবিদ
<> শিল্পাচার্য জয়নুল আবেদিন - খ্যাতিমান চিত্রশিল্পী
<> ড. নীহাররঞ্জন রায় - ইতিহাসবেত্তা, সাহিত্যিক
<> আনন্দমোহন বসু - সমাজসেবক, রাজনীতিবিদ
<> উপেন্দ্র কিশোর রায় চৌধুরী- সাহিত্যিক
<> কমরেড মণি সিংহ - রাজনীতিবিদ
<> রওশন এরশাদ - রাজনীতিবিদ
<> মওলানা মুহিউদ্দিন খান - ইসলামি চিন্তাবিদ, রাজনীতিবিদ
<> ফজলুর রহমান - শিক্ষাবিদ, প্রাবন্ধিক
<> আবদুল জব্বার - ভাষা শহীদ
<> নাসরিন জাহান - কথাশিল্পী, সাংবাদিক
<> তসলিমা নাসরিন - কবি, কথাশিল্পী
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।
তথ্যসূত্র ঃ ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল