Header Ads

মাদারীপুর জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ

Madaripur_Map-Sabuj Bangla


নামকরণ ঃ জনশ্রুতি আছে সাধক হযরত বদর উদ্দিন শাহ্‌ মাদার ( রাঃ) আর নামানুসারে মাদারীপুর নামকরণ হয় ।

সীমা ঃ মাদারীপুর জেলার উত্তরে ফরিদপুর অ পদ্মা নদী, দক্ষিণে বরিশাল, পূর্বে শরীয়তপুর অ মেঘনা নদী এবং পশ্চিমে গোপালগঞ্জ অ পদ্মা নদী প্রবাহমান ।

আয়তন ঃ ১১৪৪.৯৬ বর্গ কি.মি.

উপজেলা ঃ ৪টি
১। মাদারীপুর সদর
২। কালকিনি
৩। রাজৈর
৪। শিবচর

নদনদী ঃ পদ্মা, আড়িয়াল খাঁ

ফসল ঃ প্রধানত ধান , পাট

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 
<> ফজলুর রহমান খান - স্থাপতি
<> যোগেশ চন্দ্র ঘোষ - আয়ুর্বেদিক শাস্ত্রবিশারদ
<> অচিন্তকুমার সেন গুপ্ত - কথাসাহিত্যিক
<> আজিজুর রহমান - কথাসাহিত্যিক
<> বোরহান উদ্দিন - মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ
<> শাজাহান খান - রাজনীতিবিদ
<> হুমায়ুন কাদির - কথাসাহিত্যিক , সাংবাদিক
<> সৈয়দ আবুল হোসেন - রাজনীতিবিদ
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  


তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল     

Powered by Blogger.