স্বপ্ন ছায়া
সামসুজ্জোহা সবুজ
একজন স্বপ্ন বিলাসী মানুষ আমি আজ
নিজস্ব সত্তার আত্ম প্রকাশ ঘটাতে পারি না ।
একটা নিদারুন পরিণতি শরীরে লেপ্টে আছে
শত চেষ্টাতেও তাকে সরানো যাবেনা ।
নিদ্রাহীন হয়ে কাটে প্রতিটি রাত
ঘু্মহীন হয়ে স্বপ্ন দেখি, নিয়ন্তাহীন স্বপ্ন ।
কখনো এন্ড্রোমিডা খচিত মুকুট পড়ে,
তার হাতটা তুলে ধরে
পুরুষ কে প্রহরী করে
আবার কখনো রাতের ধূসর
কাল আকাশ কে গোলাপি করে দেয়,
সে চিৎকার করে বলে আমি ছায়া স্বপ্ন ছায়া ।
আনত স্নিগ্ধতায় দাড়িয়ে থাকে
শান্ত ধীর স্থির দৃষ্টিতে তাকে ওলটপালট কর দেই ।
মৃত প্রায় দেহ মনে স্বপ্ন এসে লুটোপটি করত
এ কি সত্যি ? নাকি স্বপ্ন ছায়া ।
এক নিঃসীম অন্ধকারে বাধা পড়েছে হৃদয়
শত চেষ্টাতেও বেরতে পারব না ।
জানিনা কখন কেটে যাবে রাত,
জেগে উঠবে নতুন দিনের সূর্য রাসশি
নিঃশেষ হয়ে যাবে স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন ছায়া ।