Header Ads

সিলেট জেলার নামকরণ, সীমা, আয়তন, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ

sylhet-sabuj bangla


নামকরণ ঃ কিংবদন্তী রয়েছে প্রাচীন গৌড়ের রাজধানীতে রাজা গুহক তার স্নেহময়ী কন্যা শিলার সৃতি রক্ষার্থে এক সময় একটি হাট নির্মাণ করেন এবং তার নাম রাখেন 'শিলার হাট' । এই শিলার হাট থেকে পর্যায়ক্রমে 'শ্রী হাট না সিলেট নামকরণ হয় ।

সীমা ঃ সিলেট জেলার উত্তরে ভারতের আসাম রাজ্য, দক্ষিণে মৌলভীবাজার, পূর্বে আসাম রাজ্য এবং পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা অবস্থিত ।

আয়তন ঃ ৩,৪৫২.০৭ বর্গ কি.মি.

উপজেলা ঃ ১৩ টি
১। সিলেট সদর
২। জৈন্তাপুর
৩। দক্ষিণ সুরমা
৪। গোলাপগঞ্জ
৫। বিশ্বনাথ
৬। কোম্পানীগঞ্জ
৭। গোয়াইনঘাট
৮। ফেঞ্চুগঞ্জ
৯। বিয়ানীবাজার
১০। ওসমানীনগর
১১। জকিগঞ্জ
১২ বালাগঞ্জ
১৩। কানাইঘাট


নদনদী ঃ সুরমা , কুশিয়ারা, সোনাই

ফসল ঃ ধান, চা, শাকসবজি, ফল ইত্যাদি

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 
<> মোঃ আবদুল মক্তাদির - শহীদ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ
<> মোঃ আবদুল হক _ লেখক, চিন্তাবিদ
<> তাসাদ্দুক আহমদ - রাজনীতিবিদ, সমাজকর্মী
<> মুহম্মদ নূরুল হক - লেখক
<> গোবিন্দচন্দ্র দেব- দার্শনিক, শহীদ বুদ্ধিজীবী
<> আফজাল চৌধুরী - কবি
<> সাইফউদ-দীন চৌধুরী - উদ্ভিদবিদ, নীতিনির্ধারক
<>আবুল মাল আবদুল মুহিত- প্রাবন্ধিক, রাজনীতিবিদ
<> হারিছ চৌধুরী - রাজনীতিবিদ
<> দিলওয়ার -কবি সাংবাদিক
<> ফারুক চৌধুরী - কথাসাহিত্যিক
<> শাহ্‌ আবদুল করিম - বাউল সম্রাট
<> এম ইলিয়াস আলী - রাজনীতিবিদ
<>  ড. নাজমা চৌধুরী - শিক্ষাবিদ
<> সুহাসিনী দাস - ব্রিটিশ বিরোধী নেত্রী, সমাজসেবী
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  

তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল     
  
Powered by Blogger.