Header Ads

নারায়ণগঞ্জ জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ



নামকরণ ঃ এ জনপদ প্রায় তিন হাজার বছরের পুরনো । ধারণা করা হয় হিন্দু ধর্মীয় দেবতা নারায়ণ ঠাকুরের নামানুসারে এই জেলার নামকরণ করা হয় নারায়ণগঞ্জ ।

সীমা ঃ নারায়ণগঞ্জ জেলার উত্তরে নরসিংদী  ও গাজীপুর, দক্ষিণে মুন্সিগঞ্জ , পূর্বে মেঘনা নদী ও কুমিল্লা এবং পশ্চিমে ঢাকা জেলা অবস্থিত ।


উপজেলা ঃ ৫টি 
১। নারায়ণগঞ্জসদর
২। বন্দর 
৩। সোনারগাঁ
৪। রূপগঞ্জ
৫। আড়াইহাজার 

নদনদী ঃ  শীতলক্ষ্যা নদী 

ফসল ঃ  ধান, পাট, ইক্ষু ইত্যাদি 

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ
<> বেনজীর আহমদ - কবি 
<> গিরিশচন্দ্র সেন _ ধর্মবেত্তা, অনুবাদক 
<> আব্দুল মতিন চৌধুরী _ রাজনীতিবিদ 
<> কে এম শফিউল্লাহ ( বীর উত্তম ) - মুক্তিযোদ্ধা , রাজনীতিবিদ 
<> মেছবাহুল বারি - সমাজ সংস্কারক 
<> শিব নারায়ণ দাস - বাংলাদেশের মানচিত্রের রুপকার 
<> ডা. সাদত আলী সিকদার - চিকিৎসক, রাজনীতিবিদ 
<> কাজী দীন মোহাম্মদ - শিক্ষাবিদ, সাহিত্যিক 
<> আসকার আলী - শিক্ষাবিদ 
<> হালিম আজাদ- কবি, সাংবাদিক 
<> হাসান হাফিজ - কবি,প্রাবন্ধিক, সাংবাদিক
  এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  



তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল     















Powered by Blogger.