Header Ads

গাজীপুর জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ

Gazipur Map-Sabuj Bangla


নামকরণ ঃ জনশ্রুতি রয়েছে পালোয়ান গাজী নামক মুসলমান বীরের নামানুযায়ী এ জেলার নামকরণ হয় গাজীপুর ।

সীমা ঃ গাজীপুর জেলার উত্তরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ, দক্ষিণে ঢাকা ও নারায়ণগঞ্জ, পূর্বে নরসিংদী ।

আয়তন ঃ ১৭৭০.৫৪বর্গ কিঃ মিঃ

উপজেলা ঃ ৫টি
১। গাজীপুর সদর 
২। কালিয়াকৈর 
৩। শ্রীপুর 
৪। কাপাসিয়া 
৫। কালীগঞ্জ 

নদনদী ঃ তুরাগ, বালু, বানার, শীতলক্ষ্যা ।

ফসল ঃ ধান, পাট ও বনাঞ্চল ।

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 
<> তাজ উদ্দিন আহমেদ -  স্বা.বাংলাদেশের প্রথম অ. প্রধান মন্ত্রী
<> আবু জাফর শামসুদ্দিন - সাহিত্যিক, সাংবাদিক
<> মিজানুর রহমান - সাংবাদিক
<> নন্দ্রে নারায়ণ রায় চৌধুরী- সাহিত্যিক
<> আহসান উল্লাহ মাষ্টার - রাজনীতিবিদ
<> বুলবুল চৌধুরী - কথা সাহিত্যিক
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  


তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল    

Powered by Blogger.