Header Ads

গোপালগঞ্জ জেলার নামকরণ, সীমা, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ

Gopalganj Map _ Sabuj Bangla


নামকরণ ঃ দক্ষিণেশ্বরের রানী রাস মনির নাতি ছিল "গোপাল" । ধারণা করা হয় গোপালের নামানুসারে মধুমতি নদীর তীর সংলগ্ন ছোট এই গঞ্জটির নাম রাখা হয় গোপালগঞ্জ ।

সীমা ঃ গোপালগঞ্জ জেলার উত্তরে ফরিদপুর, দক্ষিণে বরিশাল অ পিরোজপুর, পূর্বে মাদারীপুর অ বরিশাল এবং পশ্চিমে বাগেরহাট ও নড়াইল জেলা অবস্থিত ।

আয়তনঃ ১৪৮৯.৯২ বর্গ কিঃমিঃ

উপজেলা ঃ ৫টি
১। গোপালগঞ্জ সদর
২। মুকসুদপুর
৩। কাশিয়ানী 
৪। কোটালীপাড়া
৫। টুঙ্গিপাড়া 

নদনদী ঃ মধুমতি, কুমার নদী ইত্যাদি ।

ফসল ঃ ধান, পাট ইত্যাদি ।

 বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ 
 <> বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- খ্যাতিমান রাজনীতিবিদ , রাষ্ট্রপ্রতি
<> শেখ হাসিনা - খ্যাতিমান রাজনীতিবিদ
<> শেখ ফজলুল হক মণি - রাজনীতিবিদ
<> সুকান্ত ভট্টাচার্য - কবি
<> শেখ ফজলুল করিম সেলিম - সাংবাদিক , রাজনীতিবিদ
<> নির্মল সেন - কলামিস্ট, প্রাবন্ধিক
<> আবুল হাসান - কবি, সাংবাদিক
<> খবিরউদ্দিন খান- শিল্পপতি
<> নাজমা জেসমিন চৌধুরী - কথাসাহিত্যিক, গবেষক, নাট্যকার
<> শেখ কামাল - ক্রীড়া সংগঠক
এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন । 


তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল     
Powered by Blogger.