Header Ads

শরীয়তপুর জেলার নামকরণ, সীমা, আয়তন, উপজেলা, নদনদী, বিশিষ্ট ব্যক্তিবর্গ


Shariatpur Map-Sabuj Bangla


নামকরণ ঃ ঐতিহাসিক ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হাজী মোঃ শরীয়তুল্লাহর নামানুসারে এ জেলার নামকরণ করা হয় শরীয়তপুর ।

সীমা ঃ উত্তরে মুন্সিগঞ্জ অ পদ্মা নদী , দক্ষিণে বরিশাল, পূর্বে চাঁদপুর এবং পশ্চিমে মাদারীপুর জেলা অবস্থিত ।
আয়তন ঃ ১১৮১ বর্গ কি.মি

উপজেলা ঃ ৬ট
১ । শরীয়তপুর সদর
২। জাজিরা
৩। নড়িয়া
৪। ভেদরগঞ্জ
৫। ডামুডা
৬। গোসাইর হাট

নদনদী ঃ পদ্মা, মেঘনা, পালং

ফসল ঃ ধান , পাট

বিশিষ্ট ব্যক্তিবর্গ ঃ
<> হাজী মোঃ শরীয়তুল্লাহ- ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা
<> গোপালচন্দ্র ভট্টাচার্য - প্রকৃত বিজ্ঞানী
<> সিরাজ শিকদার - বৈপ্লবিক রাজনৈতিক সংগঠক
<> রথিন্দ্রকান্ত ঘতক চৌ. - লেখক
<> আব্দুর রাজ্জাক - রাজনীতিবিদ , মুক্তিযোদ্ধা
<> কর্নেল( অব ) শওকত আলী - রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা
<> ডা. আলমগীর মতি - চিকিৎসক
  এ ছাড়াও বহু গুণী নবাব ,সাহিত্যিক , দানবীর, রাজনীতিবিদ তাদের কর্ম দ্বারা স্মরণীয় হয়ে আছেন ।  



তথ্যসূত্র  ঃ  ইউনিভার্সেল এনসাক্লোপিডিয়া , গুগল 

ছবি ঃ গুগল     

Powered by Blogger.